‘ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে”—এ স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের (ঈশ্বরগঞ্জ) কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ (এলএসডি) খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান।
কর্মশালায় জানানো হয়, ‘কৃষকের অ্যাপ’ হলো স্মার্টফোনভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ধান বিক্রির নিবন্ধন করতে পারবেন, হালনাগাদ তথ্য দিতে পারবেন এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরাসরি যুক্ত হয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।
কর্মশালায় বক্তারা বলেন, ‘কৃষি খাতকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা প্রকৃত লাভবান হবেন।’
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ