কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারে কৃষি জমিতে খাল খনন বন্ধের দাবিতে প্রায় ৫ শতাধিক কৃষক মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১ টায় ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, কৃষি জমি খননের ফলে আবাদী জমি ধ্বংস হয়ে যাবে এবং জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে।
কৃষক সহিদুল ইসলাম বলেন, এই জমিতে বোরো মৌসুমে বীজতলা করে হাজার হাজার মণ ধান উৎপাদন করি এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করি। যদি খাল খনন করা হয়, আমরা নিঃস্ব হয়ে যাব।
স্থানীয় কৃষক মোবারক আলী বলেন, এই জমি আমাদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। খননের কারণে হাজার হাজার একর জমি চাষের অনুপযুক্ত হয়ে পড়বে। আমরা প্রশাসনের কাছে জমি রক্ষায় দ্রুত পদক্ষেপের আবেদন জানাই।
স্থানীয়রা আরও বলেন, সদ্য বিলুপ্ত দাশিয়ারছড়ার সাথে সংযোগকারী ৭টি ব্রিজ খননের ফলে ভবিষ্যতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
কেকে/এএম