শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়গুলো দেশের সম্পদ। সবার সম্মলিত সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে। স্কুল ফিডিং কার্যক্রমে কোনও অনিয়ম হলে সবাইকে সরব হতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।
জানা গেছে, ২০২৭ সাল পর্যন্ত নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ দেওয়া হবে। এরমধ্যে রোববার ১২০ গ্রাম বনরুটি ও সিদ্ধ ডিম; সোমবার বনরুটি ও ২০০ গ্রাম ইউএইচটি দুধ; মঙ্গলবার ৭৫ গ্রাম ফর্টিফাইড বিস্কুট ও কলা/মৌসুমি ফল; বুধবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হবে। এদিকে খাদ্য তালিকায় মোট এনার্জির ২৫.৯শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২.২শতাংশ, প্রোটিনের ১৬.৪শতাংশ এবং ফ্যাটের ২১.৭শতাংশ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
কেকে/ আরআই