সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ৯৫ বছরের বায়োবৃদ্ধ এম আকবর আলীকে জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অকার্যকর দাবি করে তাকে পরিবর্তনের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল সিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলীয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমীন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী আকবার আলীর কর্কট আচরণে গনমানুষের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছে। তার বয়স ৯৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় কয়েক জনের সহযোগিতায় চলাচল করাতে হয়। এই শারীরিক অবস্থায় নির্বাচনী বৈতরণী পাড় করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার। মনোনীত হওয়ার পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে উগ্র আচরণ করছেন। তার গঠনমূলক সমালোচনা করলে দলের নেতাকর্মীদের ভোটের দরকার নাই বলে উদ্ধত আচরণ করেন। এর আগে নির্বাচন করে তিনি জামানত বাজেয়াপ্ত হয়েছেন। গত ১৭ বছর তিনি দলের দুঃসময়ে কারো পাশে ছিলেন না।
বক্তারা আরও বলেন, এখন সুযোগ বুঝে বায়োবৃদ্ধ চতুর আকবর আলী মাঠে মনোনয়ন নিয়ে এসেছেন। তাকে দিয়ে গুপ্ত সংগঠন জামাতের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করানো সম্ভব নয়। আমরা চাই বিগত দিনে দলের সবার পাশে ছিলেন আজাদ হোসেন। তাকেই যেন পুনঃবিবেচনা করে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। তবেই ধানের শীষের বিজয় সম্ভব।
কেকে/ আরআই