কভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত
মীমরাজ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৮ পিএম

ছবি: প্রতিনিধি
সোনারগাঁয়ে কভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিতাই বর্মন(২৫) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সোনারগাঁ থানার সামনে কভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত নিতাই বর্মন উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের উমেষ বর্মনের ছেলে। ঘটনার পর কভার্ডভ্যান চালক জামান মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে সন্ধ্যা যাচ্ছিল। এসময় সোনারগাঁ থানার সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে অটোচালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোচালক ছিটকে কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা কভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এজে