বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
রাজশাহীতে মহিলা দলের কর্মী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় মহিলা দলের দুই কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সচেতন নারী সমাজ’।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান জানানো হয়।

গত ১১ নভেম্বর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াতকর্মী নুরুল ইসলাম লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামায়াতের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজি না হওয়ায় নুরুল ইসলাম নিলুফা ইয়াসমিনকে জুতা খুলে মারধর করেন এবং তার বোন নূরবানু বেগমকে লাথি মারেন। নূরবানু পরে নগরীর কাটাখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। তারা নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে দ্রুত আইনের আওতায় আনার ও কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে নাগরিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাউকে ভয়-ভীতি দেখিয়ে নির্যাতন করা চলবে না।

এছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য দেন এবং নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close