ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
পরে, ক্লাবের নিজস্ব ভূমিতে চলমান ভবন নির্মাণের কাজ পরিদর্শন করা হয়।
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, সহসভাপতি ফয়সল আহমেদ খান ও সাধারণ সম্পাদক শামীম শিবলীসহ অন্য সদস্যরা ক্লাবের ভবন নির্মাণে যারা সহায়তা করেছেন, তাদের ধন্যবাদ জানান।
এর আগে, সভায় বক্তব্য রাখেন মোল্লা মো. নাসির আহমেদ, শামীম শিবলী, সহসভাপতি ফয়সল আহমেদ খান, অর্থ সম্পাদক আগা মোহাম্মদ শামীম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমন চক্রবর্তী, সদস্য আতিকুর রহমান লিটন, মোহাম্মদ উল্লাহ, মারুফ, রুমন হায়দার, আলী আহাম্মদ।
বক্তারা বলেন, ‘১৯৮৮ সালে মরহুম অধ্যাপক শরিয়ত রসুল প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাবার পর থেকে একের পর প্রেস ক্লাবের নামে একটি গোষ্ঠী এর নাম ভাঙ্গিয়ে নিজের আখের গুছিয়েছে। ৩৬ বছর পকেট কমিটি করে সাংবাদিকদের স্বার্থের সাথে বেঈমানি করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছর ৯ নভেম্বর- এই প্রথম গণতান্ত্রিক উপায়ে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়। কিন্তু, শকুনের থাবা থেকে এখনও মুক্ত হয়নি ক্লাবটি। ভোটে পরাজিতরা এখনো ষড়যন্ত্র করছে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই, বন্ধু নেই। আমরা সবার জন্য। আমরা সমাজের জন্য সঠিক সংবাদ পরিবেশন করি। আমরা কারও দলদাস নই। যেখানে অনিয়ম-দুর্নীতির খবর পাবো, তা সমাজের কাছে তুলে ধরবো। এতে হুমকি ও চোখ রাঙ্গিয়ে লাভ হবে না। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছে।’
কেকে/এমএ