সমতা আনার দুই মিনিট পর ম্যাচে এগিয়েও গেল বাংলাদেশ। এবার পেনাল্টি থেকে গোল করেছেন হামজা।
৪৮তম মিনিটে রাকিব হোসেন নেপাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক নিতে যান হামজা। ঠাণ্ডা মাথায় হামজার নেওয়া শটে ভুল দিকে ঝাঁপিয়েছেন নেপাল গোলকিপার কিরন কুমার। বল গেছে জালে। বাংলাদেশ ২, নেপাল ১।
বিরতির পর প্রথম মিনিটেই গোল পেয়ে গেল বাংলাদেশ। এনে দিলেন হামজা চৌধুরী। ওভারহেড কিকে করা দুর্দান্ত গোলটিতে ১–১ সমতায় ফিরেছে বাংলাদেশ।
ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, সেই বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তার বাড়ানো বল ওভারহেড কিকে জালে পাঠিয়েছেন হামজা। বাংলাদেশ দলের হয়ে তৃতীয় গোল তাঁর।
এর আগে প্রথমার্ধটা ভালো কাটেনি বাংলাদেশের। গোছানো আক্রমণ দেখা যায়নি, গোলও আসেনি। উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়েছে দল।
দু-তিনটি আক্রমণ করলেও নেপালের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই ২৯ মিনিটে নেপালের ডিফেন্ডার সুমিত শ্রেষ্ঠার চমৎকার কাটব্যাক থেকে বাংলাদেশের জাল কাঁপিয়েছেন রোহিত চাঁদ। জাতীয় দলে ১০২তম ম্যাচে তাঁর দ্বিতীয় গোল এটি।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আক্রমণে ধার বাড়ায়। তবে বিরতিতে যাওয়ার আগে আক্রমণে কিছুটা গতি দেখা গেলেও আসল কাজটি হয়নি। বাংলাদেশ বিরতিতে গেছে এক গোলে পিছিয়ে থেকে।
কেকে/এজে