বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “গত ১৭ বছরে বিগত সরকার দেশের সব কিছু ধ্বংস করে রেখে গেছে। এ অবস্থায় আগামীতে কোনো দল এককভাবে দেশকে গড়তে পারবে না। তাই বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, “দেশের প্রধান চ্যালেঞ্জগুলো হলো গত ১৭ বছরে যত টাকা বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা। আজকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই, তা ফিরিয়ে আনতে হবে। মানুষের নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি থাকলে দেশের দুর্নীতি কমানো সম্ভব। বিএনপি এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই ৩১ দফা ঘোষণা করেছে।”
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এই বিএনপি নেতা বলেন, “বিগত ১৭ বছর আমাকে সিরাজগঞ্জ আসতে দেওয়া হয়নি। তোমরা নতুন প্রজন্ম, আমি তোমাদের সঙ্গে পরিচিত হতে এসেছি। পাশাপাশি বিএনপির ৩১ দফা কী, তা তোমাদের জানাতে এসেছি। তোমাদের মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া বিগত সময়ে রাষ্ট্র পরিচালনার সময় ১০ম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে বেকার ভাতা, ফ্যামেলি কার্ড ও স্বাস্থ্য কার্ড পদ্বতি চালু করবে। মৎস্য ও কৃষির উন্নয়নে খালখনন কর্মসূচি হাতে নেওয়া হবে।”
মতবিনিময় সভার শুরুতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রজেক্টের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুহিদুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই