নীলফামারীর কিশোরগঞ্জে দীর্ঘ ৩০ বছর ধরে পশুর বদলে নিজেই তেলের ঘাটি টানতেন কলু দম্পত্তি। ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল বিক্রির আয়েই চলতো তাদের সংসার। বিষয়টি নজরে আসলে এই দম্পত্তিকে সহযোগিতায় এগিয়ে আসেন সাবেক সেনা কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটি পাগলাটারী গ্রামের মো. মোস্তাকিম ও ছকিনা বেগম দম্পত্তির হাতে যন্ত্রচালিত তেলের ঘানি ও একটি টিন সেডের ঘর প্রদান করা হয়।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট) সৈয়দপুরের ট্রেজারার লে. কর্ণেল (অব.) ড. মো. শামিম রেজা সরিষা থেকে তেল ভাঙ্গার যন্ত্র চালিত ঘানি ও ঘর দম্পত্তির হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো. মামুন হোসাইন, সহযোগি অধ্যাপক ড. শওকত আলী এবং সহযোগি অধ্যাপক ও ডিন ড. মাহমুদ হাসান।
এর আগে, ওই দম্পত্তিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের পক্ষে দুটি ব্যাটারী চালিত রিকশাভ্যান এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী ওই পরিবারের বাড়িতে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
কেকে/ আরআই