নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, যদি কখনো আল্লাহ সুযোগ দান করেন তাহলে ডোমারে বিনোদন কেন্দ্র ও স্টেডিয়াম নির্মাণ করা হবে।
বুধবার (১২ নভেম্বর) বিকালে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ও উপজেলা বিএনপি এ টুর্নামেন্টের আয়োজন করে। উপজেলার যুবকদের মাঠে ফিরে আনার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রকৌশলী তুহিন বলেন, “এলাকার (ডোমার) নারীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে এলাকার যুবক ও ছাত্রদের খেলাধুলার ব্যবস্থা করা হবে। এই খেলাধুলার মাধ্যমেই যাতে যুবকরা ডোমারের মুখ উজ্জ্বল করতে পারে। সুযোগ পেলে ডোমার-ডিমলার জন্য নিজেকে উজাড় করে উন্নয়ন করে যাব। আমি সবসময় কাজ করতে চাই। কাজের মাধ্যমেই আপনারা আমাকে মূল্যায়ন করবেন।
তিনি আরো বলেন, “বেকার সমস্যা দূরীকরণ এবং শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ডোমারে বিনোদন পার্ক করা হবে।”
প্রধান অতিথি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, তিনি যদি এমপি নির্বাচিত হন আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই উপজেলার চিত্র পাল্টে যাবে। এলাকার যে উন্নয়ন হবে তা কেউ কল্পনাই করতে পারবে না। মানুষের ভালবাসা নিয়ে আমি কাজ করতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। তাই এলাকার যে কোন সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন। তিনি নির্বাচিত হলে, এলাকা থেকে মাদক নির্মূল করা হবে।”
তিনি আরো বলেন, “অসহায়, দুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্কুল, কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে।”
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ভোগডাবুড়ি ইউনিয়নকে পরাজিত করে ডোমার পৌরসভা বিজয় লাভ করে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম কালু, সদ্য আখতারুজ্জামান সুমন, আনিছুর রহমান আনু, মোজাফফর আলী ও জেলা যুবদলের সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
কেকে/এজে