বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
ঢাকা-বরিশাল মহাসড়কে সেতুতে ফাটল, বালুর বস্তায় ধস ঠেকানোর চেষ্টা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইল বাজারে খালের ওপর নির্মিত সেতুটিতে ফাটল ধরেছে। এরপরও ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুটি সচল রাখতে নিচে বালুভর্তি বস্তা ও লোহার পাত বসিয়ে সাময়িক নিরাপত্তার ব্যবস্থা করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বামরাইল খালের ওপর নির্মিত সেতুটির আবস্থা নাজুক। এ সেতু দিয়ে ৮ টনের বেশি মালামাল বহন করা নিষিদ্ধ। কিন্তু তা না মেনে সেতুটি দিয়ে অহরহ ২৫-৩০ টনের পণ্যবোঝাই ট্রাক চলাচল করছে। 

ফলে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই সড়কে চলাচলকারী একাধিক ট্রাকচালক জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই, দ্রুত বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করলে দুর্ঘটনার কবল থেকে তারা রক্ষা পাবেন।

বাসচালক ফরিদ হোসেন বলেন, `ভারী ট্রাক নিয়ে যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।'

বামরাইল বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন রাঢ়ী বলেন, ‘ব্রিজটির নিচের বিভিন্ন আংশে প্লাস্টার ও ঢালাই খসে পড়েছে। আমরা দেখে সওজকে জানালে তারা কোনোমতে নিচে বালুর বস্তা দিয়ে ব্রিজটি সচল রেখেছে।’

ট্রাকচালক আলম ফকির বলেন, ‘ব্রিজটির ওপর উঠলে ধপধপ শব্দ হতো। পুরাতন ব্রিজ, আমরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। ব্রিজের ওপর গাড়ি উঠলেই মনে হয় যে কোনো সময় ধসে নিচে পড়ে যাব।’ 

অটোরিকশাচালক শিকারপুর এলাকার ফজর আলী মৃধা বলেন, ‘বামরাইল ব্রিজটির ওপর দিয়ে অহরহ ভারী যানবাহন চলছে। যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কায় রয়েছি আমরা।’ 

সাবেক ওয়ার্ড সদস্য জিয়া আমিন বলেন, ‘বামরাইল সেতুটি বেশ ঝুঁকিপূর্ণ। তাই, বালুর বস্তা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে সেতুটি সচল রাখা হয়েছে। সড়ক বিভাগ দ্রুত বিকল্প সড়ক নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা বলেন, ‘অনেক পুরনো হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানে বিকল্প সড়ক নির্মাণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে সুপারিশ করব।’

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘সেতুটি বাস ও ট্রাক চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। যান চলাচল সচল রাখতে দ্রুত এখানে বিকল্প ব্যবস্থা করা হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ঢাকা বরিশাল মহাসড়ক   সেতু   ফাটল   বালুর বস্তা   ধস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close