সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ী এবং দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক সক্রিয় ডাকাতকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার (১০ নভেম্বর) রাত দুইটায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।’
অপরদিকে, শনিবার (৮ নভেম্বর) রাত দুইটায় কোস্ট গার্ড বেইস মোংলা স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাশিটানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনী কোস্ট গার্ড বোট লক্ষ্য করে গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডের সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় ডাকাতরা বনের ভেতর পালিয়ে যায়।
ঘটনার সূত্র ধরে দুলাভাই বাহিনীর ডাকাত মো. সোলায়মানকে (৫০) খুলনা জেলার কয়রা থানা হতে আটক করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক মঙ্গলবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪ টি চকলেট বোমা, ৩০টি মোবাইল, ১টি বাইনোকুলার, ১টি ওয়াকি টকি, ৪টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজাসহ জব্দ করা হয়।
আটককৃত মো. সোলায়মান খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
কেকে/এমএ