নাটোরের সিংড়া উপজেলার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষি জমির কচুরিপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে অসাধু মৎস্যজীবী ও সুবিধাবাদী ব্যক্তিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী কৃষকরা।
মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আমতলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাবুল হাসান বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা ও কৃষক আদনান প্রমুখ।
সমাবেশে কৃষকরা বলেন, ‘বর্ষার পানিতে উজান থেকে কচুরিপানা ভেসে প্রায় শতাধিক হেক্টর কৃষি জমিতে জমা হয়েছে; যা আগামী বোরো ধান চাষের জন্য মারাত্মক হুমকি। আমরা ওই কচুরিপানা জলার বাতা খাল দিয়ে অপসারণ করতে গেলে কিছু অসাধু মৎস্যজীবী ও খাল দখলকারী বাধা দেয়।’
‘আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং দ্রুত কচুরিপানা অপসারণের দাবি করছি।’
কেকে/এমএ