রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ বলেছেন, “ইতিমধে্য আমাদের দল বিএনপি ৩০০ আসনের ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে। যার মাধ্যমে দেশে শুরু হয়েছে নির্বাচনের ডামাঢোল। তবে এই নির্বাচনকে বানচাল করতে এখনও অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে নির্বাচন বানচালের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পাংশা সরকারী জজ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা জিয়া পরিবারের ডাকে প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল ভারে পালন করেছি। এবং দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন। তার প্রেক্ষিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারীতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। দল যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করবো এবং প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবো। সারাদেশের ন্যায় বিগত সময়ের মত রাজবাড়ী-২ আসনেও সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।”
সভা শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে এসে শেষ হয়।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ খালেদ পাভেল, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সাধারন সম্পাদক বাহারাম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ রাজবাড়ী জেলা, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই