ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রদল আলোচনা সভা করেছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। এতে সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আতিক শিকদার, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এ দিনে সৈনিক-জনতার বিপ্লবে দেশপ্রেমিক চেতনার বিজয় হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
কেকে/বি