বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কালিঘাট রোড বায়তুল আমান মসজিদ সংলগ্ন মুসলিমবাগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, আব্দুল মতিন, হোসেন আহমদ, নাদির হোসেন, শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মাহবুবুল আলম বাশার, শিক্ষার্থী রাফি আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কালিঘাট রোড থেকে গাংপার ব্রিজ পর্যন্ত মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে মানুষ। রিকশা-টমটম যাত্রীরা ঝাঁকুনিতে অসুস্থ হয়ে যাচ্ছেন। শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবীদের।

বক্তারা আরও বলেন, সড়কটি এলজিইডির আওতায় ২০১১ সালে পাকা করা হলেও এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। ফলে যানবাহন চলাচল এখন বিপজ্জনক হয়ে পড়েছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের সংস্কারহীনতায় প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কার না করায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।

মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান বলেন, “ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে মুসলিমবাগ সড়ক সংস্কার কাজের অনুমোদন হয়েছে। এবার ইউনি ব্লক দিয়ে আধুনিক মানের টেকসই রাস্তা নির্মাণ করা হবে। অন্যান্য প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে মুসলিমবাগ সড়কের দরপত্র আহ্বান করা হবে।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “চলতি অর্থ বছরে শ্রীমঙ্গল উজেলার বিভিন্ন বেহাল সড়ক সংস্কার কাজের আনুমোদন হয়েছে। এর মধ্যে মুসলিমবাগ এলাকার সড়ক আছে। জনগুরুত্বপূর্ণ সড়ক বিবেচনায় সংস্কারে মুসলিমবাগ এলাকার সড়কটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close