গাইবান্ধার পলাশবাড়ীর কুমেদপুরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে দারুল উলুম সালাফিয়াহ মাদরাসা মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরিয়তপুর দারুস সুন্নাহ সালাফিয়াহ মাদ্রাসার অধ্যক্ষ ও ঢাকা সাভার পুলিশ কমিউনিটি উপদেষ্টা শাইখ হাফেজ আব্দুল্লাহ শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমেদপুর দারুল উলুম সালাফিয়াহ মাদরাসার পরিচালক শাইখ শামছুর রহমান সাঈফী।
মাহফিলে বিপুলসংখ্যক ইসলামপ্রিয় মানুষের উপস্থিতি ছিল। নারীদের জন্য পর্দাসহ আলাদা বসার ব্যবস্থা করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার সুযোগ রাখা হয়।
মাহফিল শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
কেকে/ আরআই