কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, পরিকল্পনা, বাজেট প্রণয়ন পদ্ধতি এবং ইউপি বাজেটে যুবদের চাহিদা অন্তর্ভুক্তকরণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সংলাপটি অনুষ্ঠিত হয়।
এতে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ৩০টি ইউনিয়নের ইয়ুথ প্লাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
সংলাপ শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, এমজেএসকেএস এর উপ-পরিচালক মইনুল হক, ভূরুঙ্গামারীর তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বঙ্গ সোনাহাট ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, ফুলবাড়ী ইউপির প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার প্রতীমা রানী রায়।
এছাড়া সংলাপে নাগেশ্বরী ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আখেরুজ্জামান তুহিন, ফুলবাড়ী ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আনিসুর রহমান, ভূরুঙ্গামারী ইয়ুথ প্লাটফর্মের সভাপতি মৌসুমী খাতুন প্রমুখ অংশ নেন।
কেকে/ আরআই