গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ছুরি নিয়ে ঘোরাফেরার প্রতিবাদ করায় মারুফ (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
সোমবার (৩ নভেম্বর) রাত ৮টায় মহানগরীর কোনিয়া তারগাছ গ্রামের বেলাল নগর রোডে আক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছুরিকাঘাতে যুবক নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মারুফের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, স্থানীয় আতাউল্লাহর ছেলে জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করে। সে বাড়ির পাশের এক দোকানে সিগারেটের বিল আনতে গেলে সেখানে এক ব্যক্তির হাতে ছুরি নিয়ে ঘোরাফেরা করতে দেখে। বিষয়টি নিয়ে জামিল আপত্তি জানালে ওই ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে এসে বিষয়টি শান্ত করার চেষ্টা করেন এবং অজ্ঞাত ব্যক্তির আচরণের প্রতিবাদ জানান। তখন উত্তেজিত ব্যক্তি হঠাৎ ছোরা দিয়ে জামিল ও মারুফকে আঘাত করে। এতে তারা দু’জনেই মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় মারুফকে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত জামিল বর্তমানে বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আমিনুল ইসলাম খোলা কাগজকে জানায়, ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/বি