বরিশালের উজিরপুর উপজেলার কাজিরা দক্ষিণ হস্তিশুন্ড এলাকায় মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা টিনের দেয়াল কেটে দোকানের ভেতরে ঢুকে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।
রোববার (২ নভেম্বর) দিবাগত গভীর রাতে এলাকার আনন্দ মার্কেটে এ ঘটনা ঘটে।
সোমবার (৩ নভেম্বর) সকালে দোকানদার মো. শিমুল তালুকদার দেখতে পান, দোকানের সাইডের টিন কাটা এবং বেশ কিছু মালামাল নেই।
চোরেরা দোকান থেকে নগদ অর্থ, সিগারেট, চা-পাতা, বিস্কুটসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০০০০- ১৫০০০ টাকা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, বাজার এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে, অথচ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নয়। ব্যবসায়ীরা দ্রুত পদক্ষেপ ও টহল ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।
শিমুল তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের আঁধারে এভাবে টিন কেটে দোকানে হানা দেওয়াটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ—এই চোর চক্রকে দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক।”
কেকে/ এমএ