দিনাজপুরের বোচাগঞ্জে আমনের বাম্পার ফলনেও কৃষকের মুখে চিন্তার ছাপ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে চলতি মৌসুমের আমন ধানে। মাঠের কাঁচা ও আধাপাকা ধানগাছ নুয়ে পড়েছে এবং অনেক জমি এখনো পানির নিচে তলিয়ে আছে। এতে বিপাকে পড়েছেন উপজেলার হাজারো কৃষক।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝড়ো হাওয়ার কারণে মাঠে জমে থাকা পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নুয়ে পড়া ধানগাছ কাদার মধ্যে পড়ে থাকায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আগাম আলু, শাকসবজি ও পেঁয়াজের খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিপাতে বোচাগঞ্জে মোট চারটি ফসল ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে রোপা আমন চাষ ১৬,৬০০ হেক্টরের মধ্যে আক্রান্ত ৮৩০ হেক্টর, আলু চাষ ৩৫ হেক্টরের মধ্যে আক্রান্ত ৪ হেক্টর। শাকসবজি- চাষ ৭০ হেক্টর, আক্রান্ত ৭ হেক্টর, পেঁয়াজ- চাষ ৫.৩৫ হেক্টর, আক্রান্ত ৫.৩৫ হেক্টর।
স্থানীয় কৃষক রবিউল ইসলাম বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আমার দুই বিঘা জমির ধান নুয়ে পড়েছে। এখন আর আগের মতো ফলন আশা করা যাচ্ছে না। আরেক কৃষক সহিদুর রহমান বলেন, “এভাবে আধাপাকা ধান নুয়ে পড়ে থাকলে ফলন ভালো হবে না। গাছগুলো উঠাতে না পারলে দানা শুকানোর আগেই নষ্ট হয়ে যাবে।”
বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার কিছু এলাকায় ধান ও শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন, নুয়ে পড়া ধানগাছ বেঁধে দেওয়া এবং জমিতে অতিরিক্ত পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পানি নেমে গেলে অনুমোদিত মাত্রায় বালাইনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব।
কেকে/এআর