সরকার ঘোষিত দামে আলু ক্রয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলার ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিরা। তারা অভিযোগ করেছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ৫০ হাজার টন আলু ক্রয়ের ঘোষণা এখনও বাস্তবায়ন হয়নি, ফলে চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষি উদ্যোক্তা মো. লিখন মিয়া। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুই মাস আগে ৫০ হাজার টন আলু ক্রয়ের ঘোষণা দেওয়া হলেও এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। এতে প্রান্তিক কৃষকরা লোকসানের মুখে পড়ছেন।
তিনি আরও বলেন, আমরা সরকারের কথায় আস্থা রেখেছিলাম, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে দেরি হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত আলু ক্রয় কার্যক্রম শুরু, চার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহের মধ্যে আলু ক্রয় সম্পন্ন, অতিরিক্ত আলু মজুদের কারণে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সকল হিমাগারের কুলিং সিস্টেম চালু রাখার দাবি উপস্থাপন করে চাষিরা।
তাদের দাবি, দ্রুত সরকারি উদ্যোগ না নিলে বাজারে অস্থিরতা তৈরি হবে এবং ক্ষুদ্র কৃষকরা আর্থিকভাবে আরও বিপদে পড়বেন। এসময় প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার কাছে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আস্থা ফিরিয়ে আনার জন্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন আলু চাষীরা।
কেকে/ আরআই