যুক্তরাজ্যে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ইউকে (DUAAUK)-এর পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ সংক্রান্ত সরকারি পত্র নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এ প্রতিবাদ জানায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সোমবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈক প্রবাসী সরকারি পত্রের ভাষা ও বৈশিষ্ট্য বোঝার অক্ষমতা দরুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সরকারি পত্র (পত্র নং 03.08.2690.068.25.001.25-503, ১৯ অক্টোবর ২০২৫) নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচার করেছেন। দুঃখজনকভাবে, কিছু সংবাদমাধ্যমও যাচাই-বাছাই ছাড়াই ওই বিভ্রান্তিকর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশ করেছে, যা একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার শামিল।
বিডা বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবং এ বিষয়ে নিম্নোক্ত স্পষ্টীকরণ প্রদান করছে।
উল্লেখিত পত্র অনুসারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন Dhaka University Alumni Association UK (DUAAUK) আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং নিজেও যুক্তরাজ্যে প্রবাসী ছিলেন। এর পাশাপাশি প্রবাসী অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করা এবং তাদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করাও ছিল এ সফরের উদ্দেশ্য। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি প্রবাসী বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন।
উক্ত সফরে সরকারের কোন আর্থিক দায়িত্ব নেই, সফরের সম্পূর্ণ ব্যয় বহন করছে DUAAUK। সরকার এ সফরের জন্য কোনো আর্থিক সহায়তা বা এলাউন্স প্রদান করছে না। সরকারি আদেশে উল্লিখিত “স্থানীয় মুদ্রায় বেতন-ভাতা প্রদান” বিষয়টি বিদেশ সফরের ক্ষেত্রে সকল সরকারি কর্মকর্তার জন্য একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া মাত্র এর সঙ্গে কোনো অতিরিক্ত সরকারি ব্যয় যুক্ত নয়।
পত্রে উল্লেখিত সফরের মেয়াদ সর্বোচ্চ তিন দিন (সাপ্তাহিক ছুটির দিনসহ) নির্ধারিত হয়েছে। উক্ত সময়কালে কর্মকর্তা সরকারি দায়িত্বের অধীন থাকবেন এবং প্রযোজ্য বিধি-বিধানের আওতায় জবাবদিহিতার মধ্যে থাকবেন। অতএব, উক্ত সফর সম্পূর্ণভাবে সরকারি বিধি ও প্রক্রিয়া অনুসারে সম্পন্ন হয়েছে এবং এটি অস্বচ্ছ কোন উদ্যোগ নয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অনুরোধ করছে জনগণ ও গণমাধ্যম বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকবেন এবং সরকারি প্রক্রিয়ার স্বচ্ছতা ও মর্যাদাকে সম্মান জানাবেন।
পরবর্তীতে এবিষয়ে কোনও প্রশ্ন থাকলে বিভ্রান্ত না হয়ে সরাসরি বিডাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কেকে/এআর