কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের কাছে বন্দি থাকা নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় মানব পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে— এমন তথ্যের ভিত্তিতে, গত শনিবার মধ্যরাত দুইটায় কোস্ট গার্ড ও নৌবাহিনী কর্তৃক যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা চার নারী ও এক শিশুসহ মোট পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তী, পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।
তারা আরও জানায়, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমএ