ফরিদপুরে ট্রাকচাপায় মোসাদ্দেক আহমেদ ওরফে মোসাদ্দেক বশির (৪০) নামে একজন আইনজীবী নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর পৌরসভার বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আইনজীবী মোসাদ্দেক ও অন্য একজন আরোহী একটি মোটরসাইকেলে করে কানাইপুর থেকে ফরিদপুর শহরে আসছিলেন। বদরপুর এলাকায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলেই আইনজীবী নিহত হন এবং আরোহী আহত হন। পুলিশ আহত আরোহীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি ট্রাক আইনজীবী মোসাদ্দেককে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।’
কেকে/বি