রাজশাহীতে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অবৈধভাবে শতকরা ৯০% অ্যালকোহলযুক্ত মাদক বিক্রির অভিযোগে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর পবা থানাধীন কয়ড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পবা থানার কয়ড়া এলাকার বাসিন্দা মো. আ. রহিমের ছেলে মো. কোরবান আলী (৪০), এবং মাড়িয়া এলাকার মৃত ইয়াকুবের ছেলে মো. মোকছেদ (৫৫)।
র্যাব জানায়, অভিযানকালে ঔষুধের বাক্সের মাঝে লুকিয়ে রাখা কার্টুন তল্লাশী করে মোট ১০৮ বোতল (১০.৮ লিটার) ৯০% অ্যালকোহলযুক্ত মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক বিক্রয়ের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের কাছে এই মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/বি