নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র বিলি ও ধানের শীষে ভোট চেয়ে জনসংযোগ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, উপজেলা বিএনপি নেতা রফিক উদ্দিন ভুঁইয়া, উপজেলা বিএনপি সহ সভাপতি সৈয়দ সিরাজ, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক বাচ্চু মিয়া, কৃষকদল নেতা জজ মিয়া, বিএনপি নেতা শরীফ মিয়া প্রমূখ।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন অগ্রগতি হবে। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে।
রূপগঞ্জে ধানের শীষ বিজয়ী না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান করে তারা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে, জনগণের পাশে থেকে, ধানের শীষের পক্ষে জনমত এবং ভোট আদায় করাই আমাদের লক্ষ্য। রূপগঞ্জে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ঐকবদ্ধ রয়েছে। তারেক রহমানের নির্দেশ পালনে মাঠে সক্রিয় রয়েছি এবং থাকবো।
কেকে/বি