সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান      ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩      নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ      যারা জনমত ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে      খাল খনন-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ডিএনসিসি      বাংলাদেশের পরিবার পরিকল্পনা মডেলে আগ্রহী পাকিস্তান      ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ      
দেশজুড়ে
টুপি পরাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্রকে জবাই করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদ্রাসা ছাত্রকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, দুই সপ্তাহ আগে টুপি পরা নিয়ে সামান্য বিরোধের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

এদিকে ঘটনার পরপরই ঘাতক অভিযুক্ত ছাত্রকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম।

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা এলাকার আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক ভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ছাত্রের নাম মো. নাজিম উদ্দিন (১৩)। সে উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। নাজিম মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল এবং পবিত্র কোরআনের ২২ পারা হেফজ সম্পন্ন করেছিল।

অন্যদিকে ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে আবু ছায়েদ (১৬)। ছায়েদও আবাসিক ছাত্র এবং তিনি ২৩ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও ছায়েদ একই মাদ্রাসার আবাসিক ছাত্র হিসাবে দীর্ঘদিন ধরে একই কক্ষে বসবাস করত। তারা উভয়েই কোরআনের হাফেজ। প্রায় দুই সপ্তাহ আগে টুপি পরা নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়। মাদ্রাসার শিক্ষকরা সে সময় তাদের বিরোধ মীমাংসা করে দিলেও ছায়েদের মনে সেই ক্ষোভ চেপে ছিল। পুরনো বিরোধের জেরে প্রতিশোধ নিতে সে সোনাইমুড়ী বাজার থেকে ৩০০ টাকায় একটি ধারালো ছুরি কিনে রাখে।

রোববার দিবাগত রাতে নাজিম ও ছায়েদসহ মোট ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ছায়েদ রাত আনুমানিক আড়াইটায় ঘুম থেকে উঠে ঘুমন্ত নাজিমের গলায় ধারালো ছুরি চালায়। 

হঠাৎ নাজিমের গোঙরানির শব্দে কক্ষের অন্যান্য ছাত্র ও শিক্ষক ঘুম থেকে জেগে ওঠেন। তারা ছুটে এসে দেখেন, নাজিম রক্তে ভেসে যাচ্ছে আর ছায়েদ ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গেই মাদ্রাসার কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভোররাতেই সোনাইমুড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম এই ভয়াবহ ঘটনা সম্পর্কে বলেন, ‘খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে এবং নৃশংসতার অভিযোগে অভিযুক্ত ছাত্র আবু ছায়েদকে তাৎক্ষণিক আটক করা হয়।’ 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ছায়েদ স্বীকার করেছে টুপি পরা নিয়ে পুরনো বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বয়সের একজন ছাত্রের মধ্যে এমন চরম ক্ষোভের জন্ম নেওয়া এবং তা এমন নির্মমভাবে বাস্তবায়ন করাটা সত্যিই অত্যন্ত দুঃখজনক।’ 

ওসি আরও জানায়, ‘নিহত ছাত্র নাজিম উদ্দিনের মরদেহ সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কেকে/বি 

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট, দুর্ভোগে রোগী ও সাধারণ মানুষ
প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান
টেকনাফে পাহাড় থেকে পাঁচ নারী-শিশু উদ্ধার, মানব পাচারকারী আটক
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ

সর্বাধিক পঠিত

ববির ছাত্রী হলে তীব্র পানি সংকট
গজারিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
রাজনৈতিক অনিশ্চয়তা, চ্যালেঞ্জ ও গণতন্ত্রের ভবিষ্যৎ
‘থুথু’ ফেলা নিয়ে ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ
কুলাউড়ায় বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ গেল তরুণের

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close