রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ‘ঢাকার পাশেই নারায়ণগঞ্জ। যোগাযোগের ক্ষেত্রে নারায়ণগঞ্জে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই হচ্ছে।নারায়ণগঞ্জকে যোগাযোগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হলে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।’
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার রেলের মানোন্নয়নে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নারায়ণগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে নাগরিক ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলোচনা করা হয়। চলতি মাসে নারায়ণগঞ্জের একটি নাগরিক প্রতিনিধি দল রেল মন্ত্রণালয়ের গিয়ে মেট্রোরেল, ডাবল রেললাইনসহ নানা বিষয়ে আলোচনার প্রেক্ষিতে সোমবার সরেজমিন পরিদর্শনে আসেন সচিব।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আসগর হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি।
কেকে/ এমএ