রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন      বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা খুন      জরিপে জানা গেল ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয়      স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর      সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে : রিজওয়ানা হাসান      
প্রিয় ক্যাম্পাস
ইসকন নিষিদ্ধের দাবিতে চবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘চবিয়ান দ্বীনি পরিবার’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা “ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী”, “কত আলিফের গেলে প্রাণ? ইসকনের হবে অবসান”, “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই”, “নারায়ে তাকবির—আল্লাহু আকবর”, “আলিফ হত্যার বিচার চাই, জঙ্গি ইসকন নিষিদ্ধ চাই”, “শাহজালালের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “ইসকন আর স্বৈরাচার, মিলেমিশে একাকার”—এমন বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদনান রাশাদ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া গাজীপুরের আশা মনি ধর্ষণ ও ধর্ষণের প্রতিবাদ করায় ইমামকে গুম ও হত্যার চেষ্টা ঘটনায় যে নাম উঠে আসে তা হলো ইসকন। ভারতের মদের পুষ্ট উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন এই ইসকনের ১৯৬৬ সালের নিউইয়র্কে প্রতিষ্ঠার পরপরই নিউইয়র্কের শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয় ইসকনের বিরুদ্ধে। বাংলাদেশে এসেই তারা ভিন্ন মতাদর্শের হিন্দুদের মন্দির জোরপূর্বক দখল করে। ২০১৪ সালে তারাবির নামাজে বাধা, ২০১৬ সালে ইসকন মন্দির থেকে মুসলিমদের উপর গুলি বর্ষণ করে। ভাগাওয়া লাভ ট্র্যাপের মাধ্যমে মুসলিম মেয়েদের চরিত্র হননসহ নানা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয় এই ইসকন। এমনকী আবরার ফাহাদ হত্যাকান্ডেও ইসকনের সম্পৃক্ততা রয়েছে। সরকারকে বলতে চাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করে বাংলাদেশে হিন্দুত্ববাদের দাঁত ভেঙে দিতে হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিত তালুকদার বলেন, আলোচিত গাজীপুরে মাদ্রাসার ছাত্রী ১৩ বছরের শিশু আশা মনিকে ধর্ষণের মাধ্যমে তার সাথে হওয়া জঘন্যতম জুলুম, মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এসবের সাথে ইসকনের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। চট্টগ্রামে এ্যাডভোকেট আলিফকে হত্যা, টঙ্গীতে ইমামকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে অসংখ্য মুসলিম মেয়েদের ধর্ষণের ঘটনার আমরা দ্রুত বিচার দাবী করছি।

মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার আবরার জাওয়াদ হাসান মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—পুলিশ সদর দফতরের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা; শিশু আশা মনির ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর; শহীদ আলিফ হত্যার সুষ্ঠু বিচার ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি; জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ ঘোষণা; ইসকনপন্থী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি; টঙ্গীর ইমামকে অপহরণ ও হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্ত করে শাস্তি; ধর্ষকের পক্ষ নেওয়া আকাশ দাসকে চাকসু থেকে পদত্যাগ করানো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ইসকন   চবি   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বানারীপাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো দিয়ে চলাচল
‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন
নীলফামারীতে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
একটি মৌলবাদী দল ছলনা ও বিভ্রান্তি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

সর্বাধিক পঠিত

১৭ বছর আন্দোলন করে তারেক রহমান ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন
শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার দুই
বাগাতিপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক নেতা কামরুল ইসলামের
চরম সংকটে লবণ শিল্প, আতঙ্কে চাষিরা
মোংলা থানায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close