দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্বের সম্মতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব ড. এ. কে. এম তাজকির-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ২০২৫ সালের ২২ নভেম্বর (শনিবার) বিকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।”
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় নয় হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। তারা একটি সফল ও স্মরণীয় সমাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে। সমাবর্তনকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যে সমাবর্তন কমিটির অধীনে একাধিক উপকমিটি গঠন করা হয়েছে।
কেকে/ আরআই