গাজীপুরের টঙ্গীতে এক মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলচত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা “ইসকন নিষিদ্ধ কর”, “ধর্মীয় সম্প্রীতি রক্ষা কর”, “ইমামের ওপর হামলার বিচার চাই”—এমন নানা শ্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইসকন শুধু কোনো ধর্মীয় সংগঠন নয়; তারা নিয়মিতভাবে অন্য ধর্মের অনুসারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। এতে দেশের ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা অভিযোগ করেন, ইসকনের কার্যক্রম এখন সমাজের ঐক্য ও শান্তি বিনষ্টের হাতিয়ার হিসেবে কাজ করছে।
কেকে/ আরআই