রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু বলেছেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদের ভূমিকা ও অবদান অপরিসীম। সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (২২ অক্টোবর) রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রংপুরে নারী উদ্যোক্তাদের বিকাশে মহানগর বিএনপি সবসময় পাশে থাকবে। দেশ গঠনে এবং রংপুরের স্থানীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সবাইকে নারী উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এবং মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।
কেকে/ আরআই