স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক কাগজপত্র আত্মসাৎ, জালিয়াতি এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন রংপুরের ফেমাস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. কবিরুল ইসলাম রিমনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা জুয়েনা।
বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা ষড়যন্ত্র করে তার ও তার মেয়ের বৈধ অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।
জুয়েনার অভিযোগ, ২৫ জুন রংপুর নগরীর চারতলা মোড় বাসিন্দা তাঁর স্বামী কবিরুল ইসলাম মারা যান। এর কিছুদিন পর থেকেই শ্বশুর আবুল কালাম আজাদসহ পরিবারের কিছু সদস্য মিলে ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যবসায়িক কাগজপত্র নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এমনকি কিছু দলিলে তার স্বাক্ষর জাল করে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমাকে ব্যাংক ও ব্যবসার কোনো সিদ্ধান্তে রাখা হয়নি। নমিনি ও উত্তরাধিকার সংক্রান্ত কাগজপত্র আমার অজান্তেই সম্পন্ন করা হয়েছে। এমনকি আমার ১১ বছর বয়সী মেয়েকে ভয়ভীতি ও মানসিক চাপে রাখা হচ্ছে। এসব ঘটনার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড, ব্যাংক রিপোর্ট, দলিলপত্র এবং অডিও-ভিডিও প্রমাণ সংগ্রহ করে রেখেছি, যা প্রয়োজনে উপস্থাপন করবো।
জুয়েনা আরও অভিযোগ করেন, আমার মৃত স্বামীর মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এতে শুধু আমাদের সম্মানই নয়, আমার মেয়ের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ সময় ন্যায়বিচারের দাবিতে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ব্যাংক, দলিল, এফডিআর ও নমিনি সংক্রান্ত রেকর্ডের স্বচ্ছ তদন্ত; জালিয়াতি, স্বাক্ষর নকল ও সম্পত্তি আত্মসাতের ঘটনায় আইনি ব্যবস্থা; তাঁর ও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সুরক্ষা; মিথ্যা অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা; স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।
কেকে/ আরআই