রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১১৪৩      বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’      নভেম্বরে ওমরাহ করতে যাবেন তারেক রহমান      নিহতের পরিবার পাবে ক্ষতিপূরণ, চাকরি দেওয়া হবে পরিবারের সদস্যকে      নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে      আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি : আখতার      আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইও      
রাজধানী
আগারগাঁওয়ে মসজিদের জমি নিয়ে উত্তেজনা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর আগারগাঁওয়ে শ্যামলী নূর মসজিদের জমি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আনসার বাহিনীর সদস্যরা দাবি করছেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমি উদ্ধার করতে গেলে স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর বাধার মুখে পড়তে হচ্ছে।

জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর ২০২৫ সালের ৩০ এপ্রিল আনসার সদস্যদের জন্য আগারগাঁও এলাকায় ১০ কাঠা জমি বরাদ্দ দেয়। বরাদ্দের স্মারক নম্বর ২১১২৪ এএফ১৪/এ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার-২ শাখার স্মারক নম্বর ০৪২৫১৮ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে এই জমির একাংশে ‘শ্যামলী নূর মসজিদ’ নামে বহু পুরনো একটি মসজিদ রয়েছে, যেখানে প্রতিদিন জামাত ও জুমার নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। স্থানীয়দের দাবি, ২০০০ সালে সরকারি খাস জমিতে এই মসজিদটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে তারা এখানে ইবাদত করে আসছেন।

আনসার সদস্যদের অভিযোগ, জমি উদ্ধারে গেলে মসজিদ কমিটি বাধা দেয়। বাউন্ডারির তিন পাশের কাজ শেষ হলেও মসজিদ-সংলগ্ন অংশ নিয়ে এখনো জটিলতা রয়ে গেছে। বিষয়টি নিয়ে গত ২৯ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আনসার বাহিনী, মসজিদ কমিটি ও থানার ওসি ইমাউদুল ইসলাম উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছিল—মেইন মসজিদের তিন কাতার রেখে বাকি অংশ আনসারদের বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

মসজিদ কমিটির সভাপতি মোজাহারুল ও সাধারণ সম্পাদক বলেন, “২০০৬, ২০১৩ ও ২০১৭, ২২ সর্বশেষ ২৫ সালে আমরা চার থেকে পাঁচ দফা জমি বরাদ্দের জন্য গণপূর্তে আবেদন করলেও কোনো অনুমোদন পাইনি। আমাদের অজান্তে বহু পুরোনো মসজিদের জমি আনসার সদস্যদের দেওয়া হয়েছে — এটা অন্যায়।”

তিনি আরও জানান, “নূর মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও প্রতি শুক্রবার কয়েক হাজার মুসল্লির জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও ঈদের নামাজও এখানেই আদায় করা হয়। ৩–৪ কিলোমিটার এলাকায় এর বিকল্প কোনো মসজিদ নেই।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউদুল ইসলাম বলেন, “এই জমিটি সরকার আগে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দিয়েছিল। পরে অবশিষ্ট অংশ আনসার বাহিনীর জন্য বরাদ্দ করা হয়। এখানে মসজিদের কোনো সরকারি মালিকানা নেই।”

সূত্র জানায়, আগারগাঁও এলাকার মোট ৩০ কাঠা জমির মধ্যে ২০ কাঠা ২০০৯ সালে পুলিশ এবং বাকি ১০ কাঠা ২০২৫ সালে আনসার বাহিনীর জন্য বরাদ্দ করা হয়।

স্থানীয়রা বলছেন, আগারগাঁও একসময় মোহাম্মদপুর থানার আওতায় ছিল। তখন পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য সরকার জমি দেয়। পরে সেখানে শেরেবাংলা নগর থানা গড়ে তোলা হয়। তারা প্রশ্ন তুলেছেন, এক স্থানে পুলিশ ফাঁড়ি ও থানা উভয় কীভাবে হয়?

এদিকে গত ৪ অক্টোবর মসজিদ উচ্ছেদ বন্ধের দাবিতে শ্যামলী নূর জামে মসজিদের পক্ষে স্থানীয়রা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। এতে প্রায় ২ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। এলাকাবাসীর দাবি, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  আগারগাঁও   মসজিদ   জমি   উত্তেজনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় আমনের জমি সবুজে ভরা, বেরোচ্ছে ধানের থৌর
ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১১৪৩
মোহাম্মদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১
ফার্মগেটে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে শোকের মাতম
এবার ঐতিহাসিক সিআরবিতে টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন
ধর্ম ব্যবসায়ী একটি দল ভোটারদের বিভ্রান্ত করছে : ফেরদৌস মুরাদ
বাউফলে তিন পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন
কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধ
কুমিল্লায় নোয়াখালীগামী অ্যাম্বুলেন্সে হামলা, রোগীর মৃত্যু

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close