ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ও আ. লীগ নেতা গ্রেফতারকৃত সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ২ ভাই মনিরুজ্জামান ও হাফিজ উল্লাহকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ।
রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত. হাফেজ সফিকুল ভুইয়ার ছেলে। তিনি আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন ভুইয়ার আত্মীয়।
বক্তারা অভিযোগ করেন, আ. লীগ শাসনামলে সাইফুল ও তার পরিবারের সদস্যরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। সরকারের পতনের পরও তারা টাকার জোরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সাইফুল ইসলামের আরো ৭ ভাই বিদেশে অবস্থান করছে এবং তারা আদম ব্যবসার নামে বহু মানুষকে প্রতারণা করেছে।
বক্তারা দাবি করেন, সাইফুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে সঠিক তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিনাউটি ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মনির হোসেন বাক্কু, সৈয়দাবাদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ, ভুক্তভোগী দ্বীন ইসলামসহ স্থানীয় যুব ও মুরব্বী সমাজের নেতৃবৃন্দ এবং গ্রামবাসী।
কেকে/বি