পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. আলী হোসেন ( ৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক আলী হোসেন উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের আ. হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ রাতে শিয়ালকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম মাসুদকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যার ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকাটায় স্হানীয়রা আলী হোসেনকে ডাকাত সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। এতে আহত হওয়ার পর স্হানীয়রা রাত ৯ টার দিকে আলী হোসেনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলীর স্ত্রী সোনিয়া বলেন, তার স্বামীকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়রা বলেন, আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যলাপের সাথে জড়িত ছিল।
শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, গনপিটুনির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দেই এবং আহত অবস্থায় আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। সে রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/ এমএস