গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বিরাট বাজার এলাকায় ডাক বিভাগের জমি দখল করে বিএনপির পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় থাকা প্রায় তিন শতক জমির ওপর দীর্ঘদিন ধরে পোস্ট অফিস পরিচালনা করে আসছেন পোস্টমাস্টার একরামুল হক। তবে সম্প্রতি ওই জমির একটি অংশ দখল করে সেখানে পার্টি অফিস নির্মাণ শুরু করা হয়।
পোস্টমাস্টার একরামুল হক জানান, স্থানীয় সাবেক ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ডিপটি, যুবদল যুগ্ন-আহবায়ক শফিকুল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ টুনু, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ১ ও ২নং ওয়ার্ড সভাপতি ফেরদাউস এবং আ. ওহাব আমার কাছে এসে ঘর নির্মানের কথা বলেন। প্রথমে নিষেধ করি কিন্তু পরে চাপ প্রয়োগ করে ঘর নির্মান কাজ শুরু করে।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমি বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে চাপ প্রয়োগ করে চুপ থাকতে বাধ্য করা হয়। সরকারি সম্পত্তি দখলের এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাইনুল ইসলাম জানান, আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে নিষেধ করেছি। এরকম কর্মকান্ড বিএনপি সমর্থন করে না। সংশ্লিষ্ট নেতা কর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তারা এ বিষয়ে এখনো অবগত নন।
কেকে/ আরআই