রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে তাহমিদ শেখ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০ টার সময় উপজেলার নবাবপুরের ঘোড়ামারা গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাহমিদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি খেলতে খেলতে পরিবারের সবার অজান্তে বাড়ীর পাশে পুকুরে পরে যায়। খুজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা এর সত্যতা নিশ্চিত করে বলেন, বালিয়াকান্দি হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কেকে/ এমএস