রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ      পিআর আন্দোলন জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ      পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ      পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা      নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু      তিন দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ      সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, সংশয় থাকবে কেন : সালাহউদ্দিন      
দেশজুড়ে
মেঘনায় অতিরিক্ত ভাড়া আদায়, বিপাকে শিক্ষার্থীরা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ফেরিঘাটে মেঘনা নদী পারাপারে ট্রলার মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ১০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ২০ টাকা, আর সন্ধ্যার পর ৪০-৫০ টাকা পর্যন্ত নেওয়ার গুরুতর অভিযোগ করেছেন যাত্রীরা।

প্রতিদিন এ পথে প্রায় ১০-১৫ হাজার মানুষ যাতায়াত করেন। এটি একটি আঞ্চলিক সড়ক হওয়ায় বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের ৭-৮টি উপজেলার মানুষ নিয়মিত এ পথে চলাচল করেন।

বাঞ্ছারামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের বাহেরচর, মানিকপুর, ছয়ানী, আইয়ুবপুর, ধারিয়ারচর, কানাইনগরসহ অন্তত ২০ গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন ট্রলারে করে নদী পার হয়ে আড়াইহাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। শিক্ষার্থীরাও অভিযোগ করেছে, তাদের কাছ থেকে ট্রলার মালিকরা ২০ টাকা করে আদায় করছেন।

বাঞ্ছারামপুর মানবতা ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদউল্লাহ ও বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের পরিচালক আশিকুর রহমান বাবু জানান, বিগত ৫ আগষ্টের পর আমরা ট্রলার মালিকদের সাথে মৌখিক সমঝোতায় বসেছিলাম। তারা প্রতিশ্রুতি দিয়েছিলো, দিনে এবং রাতে সর্বক্ষণ যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে পারাপার বাবদ ভাড়া নিবে। কিন্তু এখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এখন বিষয়টি প্রশাসনকে দেখতে হবে।

জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ২০১০ সালের ২৭ আগস্ট ঢাকা-সিলেট নৌপথের মেঘনা নদীতে কড়িকান্দি-বিষনন্দী ফেরি চালু করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। কড়িকান্দি পন্টুন থেকে বিষনন্দী পন্টুন পর্যন্ত মেঘনার দূরত্ব দেড় কিলোমিটার। কড়িকান্দি-বিষনন্দী ফেরিঘাট ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর, কুমিল্লার হোমনা, মুরাদনগর উপজেলার মানুষ নিয়মিত চলাচল করছে। এ ছাড়া আড়াআড়িভাবে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) নদী পার হতে ৮-১০ মিনিট লাগে। নদী পার করতে জনপ্রতি ভাড়া ১০ টাকা হলেও বেশির ভাগ সময়ই ২০ টাকা হারে আদায় করছেন ট্রলার মালিকেরা। আর যাত্রী পারাপারের কাজ করছে বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের শতাধিক ইঞ্জিনচালিত নৌকা।

ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, বর্তমানে বাঞ্ছারামপুর ও আড়াইহাজার এলাকায় শতাধিক ইঞ্জিনচালিত নৌকা নদী পারাপারে নিয়োজিত। এসব ট্রলারে ৩০-৪০ জন যাত্রী একসঙ্গে পারাপার হচ্ছেন এবং দিনের বেলায়ও জনপ্রতি ২০ টাকা করে আদায় করা হচ্ছে। রাতে নেয়া হচ্ছে ৫০ টাকা পর্যন্ত।

স্থানীয় যাত্রী মো. কবির হোসেন বলেন, আমি সপ্তাহের তিন-চার দিনই ট্রলার দিয়া নদী পার হচ্ছি। কিন্তু প্রতিবারই নদী পার করতে ২০ টাকা করে নিচ্ছেন ট্রলারমালিকেরা। মাত্র দেড় কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি ২০ টাকা ভাড়া আদায়; এটা একেবারে জুলুম। অথচ একই জায়গা থেকে ৮-১০ কিলোমিটার দূরত্বে থাকা গোপালদী পর্যন্ত ভাড়া নেওয়া হয় ২০ টাকা।

নারায়ণগঞ্জ আড়াইহাজার সরকারি কলেজের শিক্ষার্থী তামান্না ইসলাম বলেন, আমরা যাত্রীরা ট্রলারচালকদের কাছে জিম্মি। ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায়ের প্রতিবাদ করলে ট্রলারমালিকেরা এক জোট হয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। যাত্রীরা অসহায় হলেও দেখার কেউ নাই।

এ বিষয়ে কড়িকান্দির ট্রলারচালক মো. জাহাঙ্গীর বলেন, ঘাটে প্রায় সময়ই নৌকা বেশি থাকে। প্রতিদিন খেপ দেয়া যায় না। নৌকা বেশি হওনের কারণে ভাড়া ২০ টাকা করে নিচ্ছি। কড়িকান্দি থেকে ৬০-৭০টি নৌকা দিয়ে মানুষ পারাপার করা হচ্ছে।

বিষনন্দী এলাকার কাজল মাঝি বলেন, আমরা সব সময় ভাড়া ২০ টেকা কইরা লই না। মাঝেমইদ্দে ভাড়া ২০ টেকা কইরা লই। নৌকা বেশি হওনের কারণে ভাড়া কিছু বেশি লইতে হয়।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, বিষয়টি আমার আগে জানা ছিলো না। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভাড়া বেশী নিলে ট্রলার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  মেঘনা   অতিরিক্ত ভাড়া আদায়   শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাউজানের সর্তা খালে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে জনপদ
ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ
রাজনগরে অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগদান
পরিত্যক্ত ভবন, বিশুদ্ধ পানির অভাব—দুর্বিষহ জীবন সোনাইমুড়ী থানা পুলিশের

সর্বাধিক পঠিত

নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু
পিংনা নূরানী তা’লীমুল কুরআন মাদরাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
কাপাসিয়ায় পানিতে ডুবে দুই নারীর মৃত্যু
তিন বছরেও গ্রেফতার হয়নি বিআরডিবির দুর্নীতিবাজরা
নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close