ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছেন ৪জন। রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন- যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত আ. রব শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে শিক্ষক ইব্রাহিম হোসেন স্কুলের দুই শিক্ষার্থীকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলায় একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিল। ফুকরা গ্রামের মধ্যেপাড়া মুনছুর কাঁছা নামকস্থানে পৌঁছালে সালথা থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইব্রাহিম হোসেনসহ ৫জন আহত হয়।
সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন৷ অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুত্বর আহত হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন মারা গেছেন।
এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো চারজন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
কেকে/এআর