ভোলার লালমোহনে যাত্রীবাহী সিএনজি ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক সড়কের ডাওরী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার আবুবকরপুর রৈদেরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডাওরী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী কবির হোসেন মারা যান এবং আরো তিনজন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/ এমএস