রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে : নুর      হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা      বিধি অনুযায়ী এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি      রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ      পিআর আন্দোলন জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ      পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ      পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা      
দেশজুড়ে
সারজিস আলম
যে ইসি’র শাপলা প্রতীক দেয়ার সাহস নাই, তার অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যে নির্বাচন কমিশনের এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সাহস নাই, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে দিনাজপুর শহরে কালিতলাস্থ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে জেলা এনসিপি আয়োজিত কর্মীদের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের বিধি দেখিয়ে শাপলা প্রতীক দেয়নি। আমরা কমিশনের কাছে জানতে চাই, তারা কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক একটি রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেয়া যাবে না। দেশে যারা আইন তৈরি করেন এমন অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাধা নেই। বাধা না থাকার কারণে আমরা শাপলা প্রতীক চেয়েছি। কিন্তু আজকে তিনি কোন মুখে বলেন, এই প্রতীকের জন্য তো আমরা আজকে আবেদন করি নাই। যে দিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে ছিলাম সেদিনই তো আমরা শাপলা প্রতীক চেয়ে ছিলাম। কিন্তু বিগত কয়েক মাসে তিনি আমাদের বলেন নাই, শাপলা প্রতীক নেই। কেন তারা এই সময়ে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই। আবশ্যই তাদের খামখেয়ালীপনার কারণে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই। অথচ কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই।

তিনি আরও বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কা দেয়ার সৎ সাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। এনসিপি এবং আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি, আমরা শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবো। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, তাহলে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দল গুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করতো। কর্মসূচী দিয়ে হাহাকার করতো। আমরা অনেক অফিস দেখেছি যে, অফিসের সামনে ১০ জন লোক দাড়ানোর মতো ছিল না অথচ বড় বড় রাজনৈতিক দলের অফিস। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগন তখনই রাস্তায় নেমেছে, যাদের ওপর জনগন আস্থা রেখেছে। এখন যদি জনগনের ওই আস্থার প্রতিদান কেউ কোন ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দল না দেয়, জনগন তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগন তার সুফল দেখাবে।

সারজিস বলেন, আমরা স্পষ্ট করে বলি, আপনারা ইতিহাস থেকে দয়া করে শিক্ষা নেন। জুলাই সনদ আপনারাও চান, আমরাও চাই। আপনারা যদি জুলাই সনদ ও জুলাই ঘোষনা পত্রের মতো নামকাওয়াস্তে একটি পেপার চান, ওই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই। এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না। বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছি যার আকাঙ্খা আছে, সে মানুষদের মধ্যে কোন মানুষটা চায় না। আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে। কিন্তু তারাও চায় জুলাই সনদে যে সকল সংস্কার গুলোর কথা বলা আছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়। আমরা এটুকুই চেয়েছি। আমরা এই অন্তবর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি, যে যদি বিএনপি নোট-অফ-ডিসেন্ট দিয়ে রেখেছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

তিনি আরও যোগ করে বলেন, আমরা মনে করি গুরুত্বপূর্ণ ওই ৭টা বিষয় ৭০টা অন্য সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ। ওই জায়গা গুলোতে পলিসি কি হবে, যে সনদটা গণ ভোটে পাশ হয়, তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কার গুলো হবে কি না, এই কিয়ারেন্স বর্তমান অন্তবর্তী সরকারকে দিতে হবে। যদি হয় আমাদের স্বাক্ষর করতে সমস্যা নাই। আমরা কেন সনদের স্বাক্ষরে বাধা হয়ে দাঁড়াবো। কিন্তু আপনারা স্পষ্ট দেখেছেন আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছি এই কিয়ারেন্স গুলো যদি দেয়া হয়, তাহলে এনসিপির জুলাই সনদ স্বাক্ষরে বাধা থাকবে না।

এর আগে তিনি জেলা এনপিসির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফয়সনাল করিম সোয়েবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ প্রমুখ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সারজিস আলম   ইসি   নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জীবননগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি
বিএনপিই গড়বে নতুন বাংলাদেশ : তানভীর হুদা
মাদারগঞ্জে রোগীদের বিএনপি নেতার ফলমূল ও নগদ সহায়তা
সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি
গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধিতে রাজশাহীতে সমন্বয় সভা

সর্বাধিক পঠিত

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
কেরানীগঞ্জে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
মাদারগঞ্জে রোগীদের বিএনপি নেতার ফলমূল ও নগদ সহায়তা
কাপাসিয়ায় পানিতে ডুবে দুই নারীর মৃত্যু
আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close