ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) উপজেলা সদর বাজারে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে খেলাফত মজলিশের এমপি প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যা।
খেলাফত মজলিশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা আরাফাত হোসাইন।
‘ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত’- এ মূল স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাফত মজলিশের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ফাহিম, উপজেলা যুব মজলিশ সভাপতি মুফতি মিজানুর রহমান আমিনী, ছাত্র মজলিশ সভাপতি হাফেজ আশরাফুল আলম, ইউনিয়ন নেতা মুহাম্মদ মহসিন, হাফেজ শাহেদুল ইসলাম ও মো. লিটন মোল্যা প্রমূখ।
অনুষ্ঠানের মিজানুর রহমান মোল্যা বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছি। এলাকার নানা উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে রেখেছি। খেলাফত মজলিশ এমন একটি ইসলামিক রাজনৈতিক দল, যে দল করে কেউ যদি মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতবাসী হবেন।’
তাই সৎ, যোগ্য, নিষ্ঠা ও রাসুলের (সা.) আদর্শ ও আল্লাহ মনোনীত আইন-কানুন দিয়ে সমাজ গড়ার লক্ষ্যে তিনি সকলকে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র গঠন কারার আহ্বান জানান।
কেকে/ এমএ