টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুল ইসলাম আজাদ বলেছেন, ‘দেশে আর্থিক ও সামাজিক জীবনে বেকারত্ব একটি প্রধান সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়াটা বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। তাই, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে বেকারত্বের সমস্যা নিরসন ঘটবে।’
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বয়েল মোড় ও মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল ইসলাম আজাদ আরও বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই সমৃদ্ধির দেশ গড়ে উঠবে। থাকবে না কোন বেকারত্ব, সৃষ্টি হবে বহুমূখী কর্মসংস্থানের। তাই, আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানাই।’
মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় ও পালবাড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা গোলজার হোসেন, আক্তার মিয়া, বদরুল আলম, মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন।
এর আগে শনিবার বিকালে মধুপুর পৌরসভার নরকোনা এলাকায় ক্যানসারে আকান্ত স্কুল ছাত্রী অসহায় আঁখি আক্তারের চিকিৎসার দায়িত্ব নেন আসাদুল ইসলাম আজাদ।
কেকে/ এমএ