ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য ও ময়মনসিংহ-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এমএ মজিদ রোববার (১৯ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টা এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরগঞ্জের কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার এমএ মজিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোদ্ধা হিসাবে আমি মনে করি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য।
আমি বিশ্বাস করি, তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের সাথে এভাবে বসার সুযোগ পাইনি। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম তুলে ধরেছেন। আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ময়মনসিংহ-৮ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, এ আসনে জনগণের পাশে থেকে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।
সাংবাদিকরা তাদের কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং একজন জনপ্রতিনিধির কাছে গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পরিশেষে, তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি করেন।
কেকে/বি