খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল এবং টিও লাইসেন্সের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফুলবাড়ীয়ার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে সার ডিলার হামিদুল্লাহ তরফদার, আ. রহমান, দিদারুল ইসলাম, উসমান গনি বক্তব্য দেন।
মানবনন্ধনে বক্তারা বলেন, ‘আমরা জানিতে পেরেছি, সম্প্রতি কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত ও দেশে খুচরা সার বিক্রেতা বলে কোন মহলকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না।’’ এই সংবাদে ফুলবাড়ীয়া উপজেলার ১২৬ জন খুচরা সার বিক্রেতা হতাশ।’
বক্তারা আরও বলেন, ‘দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে আমরা পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়ব। খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবাগ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। যার নেতিবাচক প্রতিক্রিয়া দেশের তৃণমূলে আঘাত হানবে।’
কেকে/ এমএ