নীলফামারীর প্রবীণ সমাজসেবক একেএম আনোয়ারুল ওয়ারেছ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী আহসান হাবীব লেলিন।
শনিবার (১৮ অক্টোবর) নীলফামারী ডায়াবেটিস হাসপাতালে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার দ্বিতীয় পুত্র অ্যাডভোকেট মো. আবু সোয়েম বর্তমানে নীলফামারী জেলা জজ আদালতের সরকারি পক্ষের আইনজীবী (জিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
একেএম আনোয়ারুল ওয়ারেছ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নীলফামারী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য এবং প্রবীণ হুইটিসি সংঘের সক্রিয় সদস্য ছিলেন।
তার মৃত্যুতে জেলা সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কেকে/ এমএস