রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ      পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা      নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু      তিন দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ      সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, সংশয় থাকবে কেন : সালাহউদ্দিন      নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে      ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ      
দেশজুড়ে
কালীগঞ্জে নির্বাচনী হাওয়া, ফজলুল হক মিলনের পক্ষে সরব বিএনপি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় সরব হয়ে উঠেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৯টি ওয়ার্ড জুড়ে চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক।

পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে নেতাকর্মীরা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছেন বিএনপির বার্তা। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের পক্ষে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

গণসংযোগকালে তারা ভোটারদের আহ্বান জানাচ্ছেন—আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন মাঠের নেতারা।

ইতোমধ্যে নারী ও পুরুষ নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। নারী সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি জনমত যাচাই করছেন, পুরুষ সদস্যরা যুক্ত হচ্ছেন স্থানীয় সেবামূলক কাজে।

এতে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতারা। তাদের মতে, এই কার্যক্রমের ফলে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের একক প্রচারণাও কিছুটা হলেও ঠেকানো সম্ভব হচ্ছে।

কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান বলেন, ‘আমরা এখনই ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মাঠে নেমেছি। ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দিন দিন বাড়ছে। এই গতি আরও তীব্র হবে।’

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান বলেন, ‘আমরা শুধু রাজনৈতিক প্রচারণায় সীমাবদ্ধ থাকছি না, মানবিক ও সেবামূলক কাজেও যুক্ত রয়েছি। মানুষের পাশে দাঁড়ানোই এখন আমাদের মূল লক্ষ্য।’

ছাত্রদলও পিছিয়ে নেই। তাদের সদস্যরা পৌরসভার দেওপাড়া এলাকায় খাল ও সড়কপথের দুই ধারের ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে প্রাণবন্ত করতে স্থানীয় স্কুলে শিক্ষার্থীদের মাঝে জুস ও চকলেট বিতরণ করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। বিএনপির পক্ষ থেকে সেবামূলক কাজের এই ধারা অব্যাহত থাকলে ভোটারদের সমর্থন আরও বাড়বে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

দলীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই ধাপে ধাপে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই প্রচারণা জোরদার করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। নির্বাচনী আমেজে এখন পুরো কালীগঞ্জ পৌর এলাকা সরগরম।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নাটাব সভাপতি আনোয়ারুল ওয়ারেছ আর নেই
খেলাফত মজলিশ করে মারা গেলে জান্নাতবাসী হবেন : মিজানুর রহমান
সুন্দরগঞ্জে থালা হাতে শিক্ষকদের ভুখা মিছিল
ডাক বিভাগের জমি দখল করে বিএনপির অফিস নির্মাণের অভিযোগ
নাগেশ্বরী থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

চৌহালীতে এডিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ
গৌরনদী সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা
নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু
পিংনা নূরানী তা’লীমুল কুরআন মাদরাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে ইঞ্জিনিয়ার মজিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close